কৃষি সমাচার

আমঝুপি টি আর ভার্মি কম্পোষ্ট খামার পরিদর্শন করলেন ঝিনাইদেহর কৃষি কর্মকর্তারা

By মেহেরপুর নিউজ

November 23, 2015

শহিদুল ইসলাম, মেহেরপুর নিউজ,২৩ নভেম্বর: সমন্নিত মুজিবনগর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ঝিনাইদহ জেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মোটিভেশন সফর এর অংশ্ হিসাবে মেহেরপুর সদরের আমঝুপি টি আর এগ্রো কোম্পানী পরিদর্শন করেছেন। সোমবার বিকেলে ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উপ-পরিচালক শাহ্ মোঃ আকরামুল হক এর নেতৃত্বে জেলার ৪০ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা এ খামারটি পরিদর্শন করেন। মহিলা উদ্যাক্তা মোছাঃ জান্নাতুল ফেরদাউস রুনার ব্যবস্থাপনায় তৈরি টি, আর, এগ্রো কোম্পানি লিঃ এর প্রকল্প সি ডি ভার্মি কম্পোষ্ট/কেঁচো খামার পরিদর্শন করেন । এ সময় তারা খামার ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেণ এবং খামারের বর্তমান চিত্র নিয়ে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেন। পরিদর্শন কালে বারাদি হর্টিকালচার সেন্টারের উপপরিচালক মোঃ জাহিদুল আমিন, ঝিনাইদহের প্রশিক্ষন কর্মকর্তা কৃষিবিদ নাজমুল আহসান, হরিনাকুন্ডু উপজেলা কৃষি কর্মকর্তা মো: আরশেদ আলী চৌধুরী, মেহেরপুর সদরের উপসহকালি কৃষি কর্মকর্তা এম এম কুতুব উদ্দীন উপস্থিত ছিলেন।