বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপি নীলকুঠি নাইট ফুটবল টুর্নামেন্টে আজ চারটি খেলা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

November 24, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি নীলকুঠি যুব সংগঠনের উদ্যোগে আমঝুপি নীলকুঠি নাইট ফুটবল টুর্নামেন্টে আমঝুপি উদয়ন ক্লাব, বলিয়ারপুর প্রভাতী ক্লাব, হরিরামপুর সীমান্ত ক্লাব এবং কাঁঠালপাতা ফুটবল একাডেমি নিজ নিজ খেলায় জয় লাভ করেছে।

বুধবার রাতে আমঝুপি নীলকুঠি মাঠে অনুষ্ঠিত খেলায় আমঝুপি উদয়ন ক্লাব টসে রুইতনপুর শান্তিপাড়া একাদশকেপরাজিত করে খেলার নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হওয়ার পর টাইব্রেকারের আশ্রয় গ্রহণ করা হয়। টাইব্রেকারে উভয় দলই ৮টি করে কিক নিলে ৬-৬ গোলে অমীমাংসিত থাকে। শেষ পর্যন্ত টসের মাধ্যমে খেলার জয়-পরাজয়ের নিষ্পত্তি ঘটানো হয়। এতে আমঝুপি উদয়ন ক্লাব জয়লাভ করে।

এদিকে একই মাঠে অনুষ্ঠিত দিনের অপর খেলায় বলিয়ারপুর প্রভাতী ক্লাব ১-০ গোলে কাজলা ফুটবল ফেডারেশন কে হরিরামপুর সীমান্ত ক্লাব ৬-০ গোলে গোপালপুর ভাইভায় ক্লাবকে এবং কাঁঠালপাতা ফুটবল একাডেমি ৬-০ গোলে দারিয়াপুর একাদশকে পরাজিত করে।