বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপি নীলকুঠি নাইট ফুটবল টুর্নামেন্টে হালিম স্পোর্টিং ক্লাব জয়ী

By মেহেরপুর নিউজ

November 25, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি নীলকুঠি যুব সংগঠনের উদ্যোগে  আমঝুপি নীলকুঠি নাইট ফুটবল টুর্নামেন্টে হালিম স্পোর্টিং ক্লাব জয়লাভ করেছে। বৃহস্পতিবার রাতে আমঝুপি নীলকুঠি মাঠে অনুষ্ঠিত খেলায় হালিম স্পোর্টিং ক্লাব ৫-২ গোলে ঝাউ বাড়িয়া একাদশকে পরাজিত করে।