ফুটবল

আমঝুপি নীলকুঠি  নাইট ফুটবল টুর্নামেন্টে কাঁঠাল পোতা একাদশ সেমিফাইনালে

By মেহেরপুর নিউজ

December 10, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি নীলকুঠি যুব সংগঠনের উদ্যোগে  আমঝুপি নীলকুঠি  নাইট ফুটবল টুর্নামেন্টে কাঁঠাল পোতা একাদশ সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

শুক্রবার রাতে আমঝুপি নীলকুঠি মাঠে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনাল খেলায় কাঁঠাল পোতা একাদশ ১-০ গোলে গোভিপুর ভৈরব ক্লাবকে পরাজিত করে। বিজয় দলের দিপু জয়সূচক গোলটি করেন।