ইতিহাস ও ঐতিহ্য

আমঝুপি নীলকুঠি পরিদর্শন করলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একটি টিম

By মেহেরপুর নিউজ

October 22, 2014

শহিদুল ইসলাম,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ অক্টোবর: মেহেরপুরের ঐতিহাসিক আমঝুপি নীলকুঠি প্রত্নত্তত্ব অধিদপ্তরের নিকট হস্তান্তরেরর লক্ষ্যে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একটি টিম নীলকুঠি পরিদর্শন করেছেন।

বুধবার দুপুরে  প্রত্নত্তত্ব অধিদপ্তরের খুলনা বিভাগের আঞ্চলিক পরিচালক আমিরুজ্জামানের নেতৃত্বে ৪ সদস্যর একটি টিম নীলকুঠি পরিদর্শন করেন। মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন পরিদর্শন টিমের সদস্যদের নীলকুঠির বিভিন্ন স্থাপনা ও জমি জায়গা ঘরে দেখান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনিন সুলতানা, প্রত্নত্তত্ব অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী জিল্লুর রহমান, লাইব্রেরীয়ান বাকী বিল্লাহ, সার্ভেয়ার চুয়া থুয়াই পরিদর্শন টিমে অংশগ্রহন করেন।