খেলাধুলা

আমঝুপি ফুটবলে মদনাডাঙ্গা একাদশ জয়ী

By মেহেরপুর নিউজ

October 20, 2015

মেহেরপুর নিউজ,২০ অক্টোবর: মেহেরপুর সদর উপজেলা আমঝুপি ইউনিয়ন পরিষদের উদ্যেগে আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরীর সহযোগিতায় আমঝুপি ফুটবল মাঠে অনুষ্ঠিত ইউনিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টে মদনাডাঙ্গা একাদশ জয় লাভ করেছে। মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত

খেলায় মদনাডাঙ্গা একাদশ ২-১ গোলে আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরীকে পরাজিত করে। বিজয়ীদলের রিপন ও ইমদাদ এবং বিজীত দলের নাজমুল ১টি করে গোল করেন।