ফুটবল

আমঝুপি মরহুম ফজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চৌগাছা জয়ী

By মেহেরপুর নিউজ

October 31, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি পাবলিক ও লাইব্রেরির উদ্যোগে আমঝুপি মাঠে অনুষ্ঠিত মরহুম ফজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চৌগাছা একাদশ জয়লাভ করেছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত খেলায় চৌগাছা একাদশ ৬-০ গোলে হিজুলি একাদশকে পরাজিত করে।