আইন-আদালত

আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন বন্ধ চেয়ে মামলা, কারণ দর্শানোর নোটিশ

By মেহেরপুর নিউজ

July 19, 2018

মেহেরপুর নিউজ, ১৯ জুলাই: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের মানেজিং কমিটির নির্বাচন বন্ধ চেয়ে আদালতে মামলা দায়ের করেছেন আব্দুল মতিন নামের এক সদস্য প্রার্থী। মামলায় বিবাদি করা হয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্ত বিনয় কুমার চাকী এবং প্রধান শিক্ষক আহমেদ আলীকে। বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরের সিনিয়র সহকারী জজ আদালতে এ মামলাটি দায়ের করেন তিনি। মামলাটি আমলে নিয়ে আগামি দুই দিনের মধ্যে বিবাদিদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। মামলার এজাহারে বাদির অভিযোগ, আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ে এ পর্যন্ত নিয়মতান্ত্রিকভাবে ম্যানেজিং কমিটি গঠন করিয়া পরিচালিত হচ্ছে। সে মোতাবেক পূর্বের কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আগামি ২৩ জুলাই নতুন কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচনের তারিখ ঘোষনা করা হয়। বাদি একজন সাধারণ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিক বরাদ্দের জন্য আবেদন করেন। কিন্তু নির্বাচনের প্রিজাইডিং অফিসার উপজেলা শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষকে যোগসাজশ করে প্রতিক ছাড়াই নির্বাচন করার সিদ্ধান্ত জানাই। এজাহারে তিনি উল্লেখ করেন, যে কোন নির্বাচনেই প্রতিক বরাদ্দের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। প্রতিক বরাদ্দ ছাড়া নির্বাচন অকার্যকর। তাই প্রতিক বরাদ্দ ছাড়া এই নির্বাচন বন্ধ করার আবেদন করেছেন তিনি।