কৃষি সমাচার

আমঝুপি সবজি বীজ উৎপাদন খামারের উদ্যোগে চাষী প্রশিক্ষণ

By মেহেরপুর নিউজ

April 30, 2019

সহিদুল ইসলাম,আমঝুপি থেকে: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বিএডিসিতে চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার চুক্তিবদ্ধ ৭০ জন চাষী অংশগ্রহণ করে।

আমঝুপি সবজি বীজ উৎপাদন খামার প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চিৎলা পাটবীজ উৎপাদন খামারের যুগ্ম পরিচালক এস এম রেজাউল হুদা। সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা বিএডিসির উপপরিচালক মোঃ হাসমত আলী। এসময় উপস্থিত ছিলেন সেলিম হায়দার যুগ্ম পরিচালক বিএডিসি চুয়াডাঙ্গা, আলতাফ হোসেন উপপরিচালক বিএডিসি মেহেরপুর, হাফিজুল ইসলাম উপপরিচালক বিএডিসি বারাদী, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন উপপরিচালক আমঝুপি, একেএম হাসিবুল ইসলাম এডিডি মেহেরপুর, মিনহাজ উদ্দিন আহম্মেদ চৌধুরী উপপরিচালক, বারাদী, জাহান আল মাহামুদ এস এস ও কুষ্টিয়া । অনুষ্ঠানটি পরিচালনা করেন জিয়াউর রহমান সিনিয়র সহকারী পরিচালক বিএডিসি আমঝুপি।