বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপেতে বিএনপি’র দু গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত

By Meherpur News

May 23, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর সদর উপজেলা আমঝুপেতে বিএনপি’র দু গ্রুপের সংঘর্ষে মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব কামরুল হাসান সহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

আহতদের মধ্যে বিএনপির নেতা চঞ্চল, ইমন, কাজী মিজান মেনন, মুকুল, কিরন এবং লাভলুকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করার পর মুকুল ও কিরণকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

জেলা বিএনপির সদস্য সচিব কামরুল হাসানের মাইক্রোর ক্ষতি হয়েছে। শুক্রবার বেলা ১১ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আমঝুপি ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে ভোটের প্রস্তুতি চলছিল। এসময় মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব কামরুল হাসান জেলা পর্যায়ে নেতাদের নিয়ে সম্মেলন স্থলে যাওয়ার সময় মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে কামরুল হাসানের মাইক্রোতে অতর্কিত হামলা চালায়। এ সময় তাদের ইট পাটকেল নিক্ষেপে কামরুল হাসান, চঞ্চল, কাজী মিজান মেনন, মুকুল, কিরণ সহ কমপক্ষে ১০ জন আহত হন।

খবর পেয়ে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, ডিবি পুলিশের সদস্যরা সেখানে উপস্থিত হন। জানতে চাইলে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ শেখ মেজবাহউদ্দিন জানান, এ ঘটনায় এখনো কোনো পক্ষ মামলা করেনি। মামলা করলে ব্যবস্থা নেয়া হবে।