বর্তমান পরিপ্রেক্ষিত

আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

May 18, 2022

 গাংনী প্রতিনিধি :

শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থী ঝরে পড়া রোধ ও শিশু বিবাহ বন্ধে স্কুল ব্যবস্থাপনা কমিটি, শিক্ষক ও গ্রাম উন্নয়ন দলের মধ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ-এর সহযোগিতা সভার আয়োজন করে আমতৈল মাধ্যমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাদ্দেস আলী। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি আব্দুল হান্নান।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ষােলটাকা ইউনিয়ন পরিষদের সদস্য রুহুল আমীন,আমতৈল গ্রাম উন্নয়ন দলের সভাপতি কুরবান আলী,দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ-এর এলাকা সমন্বয়কারী হেলাল উদ্দিন। সভায় শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, সোনিয়া আক্তার, রেশমা খাতুন, শাহীনা খাতুন, শেলীনা খাতুন, রাশেদা খাতুন। এসময় উপস্থিত ছিলেন, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এদিকে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা নিয়ে অভিভাবকদের প্রতিক্রিয়ায় বলেন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি, শিক্ষক-শিক্ষিকা ও সরকারী-বেসরকারী সংস্থার সার্বিক সহযােগিতায় আমতৈল মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার মান ধরে রেখেছে। শিক্ষার মান ধরে রাখার পাশাপাশি বাল্যবিবাহ অনেকাংশে কমেছে। সরকারী-বেসরকারী সংস্থার উদ্যােগে সচেতনতামূলক ভিডিও চিত্র,উঠান বৈঠক,সভা-সেমিনার,জারিগান,লিফলেট বিতরণসহ নানা ভাবে মানুষকে উদ্বৃদ্ধ করে আসছে। যার ফলে অভিভাবকদের মধ্যে একটা সচেতনতা বােধ সৃষ্টি হচ্ছে।