বর্তমান পরিপ্রেক্ষিত

আমদহ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ

By মেহেরপুর নিউজ

April 06, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নবনির্বাচিত ৯ জন সদস্য এবং ৩জন সংরক্ষিত সদস্যকে শপথ বাক্য পাঠ করানো হয়।

মেহেরপুর সদর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু শপথ বাক্য পাঠ করান। আমদহ ইউনিয়নে নব নির্বাচিত ১ নং ওয়ার্ডের সদস্য আবুল হায়াত, ২ নং ওয়ার্ডের আক্কাস আলী, ৩নং ওয়ার্ডের দরুদ আলী, ৪ নং ওয়ার্ডের মাওলাদ হোসেন, ৫ নং ওয়ার্ডের ফিরোজ হোসেন, ৬ নং ওয়ার্ডের রেজাউল করিম, ৭ নং ওয়ার্ডের কাউসার আলী, ৮ নম্বর ওয়ার্ডের রেজাউল করিম এবং ৯ নং ওয়ার্ডের মোকাসেদ হোসেন শপথ গ্রহণ করেন ।

এদিকে সংরক্ষিত সদস্য ১নং ওয়ার্ডে (১,২ ও ৩) নং ওয়ার্ডর পিপুলি খাতুন, ২ নং ওয়ার্ডের (৪,৫ ও ৬) নং ওয়ার্ডর মনিরা খাতুন  এবং ৩নং ওয়ার্ডে (৭, ৮ ও ৯) নং ওয়ার্ডের জেসমিন খাতুন শপথ গ্রহণ করেন।

শপথ গ্রহণ শেষে সদর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু শপথ গ্রহণকারী সদস্যদের ফুলের তোলা দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় আমদহ ইউনিয়নের চেয়ারম্যান রওশন আলী টোকন সেখানে উপস্থিত ছিলেন।