বর্তমান পরিপ্রেক্ষিত

আমদহ বড় মসজিদগামী রাস্তা নির্মাণের দাবিতে সংবাদ সম্মেলন

By মেহেরপুর নিউজ

June 21, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার আমদহ বড় মসজিদগামী রাস্তা নির্মাণের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার দুপুরের দিকে মেহেরপুরের স্থানীয় একটি হোটেলে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশের পক্ষে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশের রাজনৈতিক ফেলো আলমগীর হোসেন, মেহেরপুর জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ফেলো মোহাম্মদ ইব্রাহিম আলী,মেহেরপুর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন, জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এ কে আজাদ,মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন প্রমূখ। সংবাদ সম্মেলনে বলা হয়, মেহেরপুর সদর উপজেলা আমদহ গ্রামের বড় মসজিদ গ্রামের রাস্তাটি দীর্ঘদিন যাবত অবহেলায় পড়ে আছে। যে রাস্তা দিয়ে গ্রামের অধিকাংশ লোকজন চলাচল করে।

রাস্তাটি গ্রামের মুসল্লী শিক্ষার্থীসহ সকল শ্রেণী পেশার মানুষ যাতায়াত করেন। কিন্তু বর্তমানে রাস্তাটির চলাচলের অনুউপযোগী হয়ে পড়েছে। সংবাদ সম্মেলনে রাস্তাটি দ্রুত সংস্কার করার আবেদন জানানো হয়।