জাতীয় ও আন্তর্জাতিক

আমরা আত্মমর্যাদাশীল জাতি হতে চাই …. প্রধানমন্ত্রী শেখ হাসিনা

By মেহেরপুর নিউজ

June 15, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ জুন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীন জাতি হিসেবে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই। আত্মমর্যাশীল জাতি হতে চাই। জাতির পিতা বলেছিলেন ভিক্ষুকের জাতির ইজ্জত থাকে না। আমাদের যে সম্পদ আছে তার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারলে নিশ্চই আমরা নিজের পায়ে দাঁড়াতে পারবো। রোববার দুপুরে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল ফরিদ হাবিব ও বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল এম ইনামুল বারী, পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ ওয়াহিদউজ্জামান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরীসহ উচ্চপদস্থ সামরিক ও এসএসএফ সদস্যরা। অনুষ্ঠানের শুরুতেই এসএসএফ বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন এসএসএফ মহাপরিচালক শেখ মো. আমান হাসান।