খেলাধুলা

আমরা যদি খেলার মাঝে থাকি তাহলে অসৎ কিংবা খারাপ চিন্তা মাথায় আসবেনা–জেলা প্রশাসক দেলওয়ার হোসেন

By মেহেরপুর নিউজ

November 10, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ নভেম্বর: মেহেরপুরের জেলা প্রশাসক দেলওয়ার হোসেন বলেছেন,আমরা যদি খেলার মাঝে থাকি তাহলে অসৎ কিংবা খারাপ চিন্তা মাথায় আসবেনা। এসব থেকে দুরে থাকতেই আমাদেরকে খেলাধুলার মাঝে নিজেদের জড়িয়ে রাখতে হবে। আজ শনিবার বিকেলে মেহেরপুর জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের উদ্যোগে মেহেরপুর জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত সাবেক পৌর চেয়ারম্যান মরহুম এলাহীদাদ মিয়া স্মৃতি ফুটবল লীগ’২০১২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক বলেন,যুব সমাজকে খেলার দিকে ধাবিত করলে যুব সমাজ ধ্বংসের পথে যাবেনা।

তিনি বলেন,খেলার মাধ্যমেই সম্ভব যুব সমাজকে সুসংগঠিত করা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি আতাউল হাকিম লাল মিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন, সিভিল সার্জন ডাঃ আবদুস শহীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন।

এসময় উপস্থিত ছিলেন,লীগ উদযাপন কমিটির আহবায়ক আব্দুস সামাদ বাবলু বিশ্বাস,সদস্য সচিব আনোয়ারুল হক শাহী,যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম শিলু,সদস্য নুরুল ইসলাম,সৈয়দ এহসানুল কবির আরিফ এবং মো: আতর আলী প্রমূখ।