করোনাভাইরাস

“আমাদের আমঝুপি সংগঠণ “ আমঝুপিতে জীবাণুনাশক স্প্রে

By মেহেরপুর নিউজ

March 25, 2020

মেহেরপুর নিউজ:

আমঝুপিতে জীবাণুনাশক স্প্রে করেছে আমাদের আমঝুপি সংগঠন। বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের আমঝুপি সংগঠনের স্বেচ্ছাসেবকগণ আমঝুপি বাজারের প্রতিটি দোকানে, যানবাহনে জীবাণুনাশক স্প্রে করেছে ও সাধারণ জনগণের মাঝে করোনাভাইরাস নিয়ে জনসচেতনামূলক বিষয় তুলে ধরেছে।

এছাড়াও আগামীকাল হতে আমঝুপি গ্রামের প্রতিটি মসজিদে জীবাণুনাশক স্প্রে করবে আমাদের আমঝুপি সংগঠনের স্বেচ্ছাসেবকগণ।

আমাদের আমঝুপি সংগঠনের পক্ষ হতে সাংগঠনিক সম্পাদক তারিম, অর্থ সম্পাদক মিলন, রিফাত আল রাকিব, মোঃ রনি, আবু সাঈদ, তানভীর আরজু, মাসুম রেজা, সামিন শাহরিয়ার, রাশিকুল ইসলাম ও অন্যান্যরা উপস্থিত হয়ে ৩ টি দলে বিভক্ত হয়ে কাজ সম্পন্ন করেছেন।আমাদের আমঝুপি সংগঠনের সভাপতি এস, এম, আল-মেরাজ জানিয়েছে করোনা ভাইরাস বিষয়ে আমঝুপি গ্রামের জনসাধারণ কে সচেতন করতে ও যে কোন পরিস্থিতিতে আমাদের আমঝুপি সংগঠন আমঝুপি বাসীর পাশে থাকবে এছাড়াও সবাইকে বাড়িতে থাকার আহবান জানিয়েছেন।