কবিতা

আমাদের বঙ্গবন্ধু

By মেহেরপুর নিউজ

August 15, 2020

মোঃ আব্দুর রহমান–

টুঙ্গিপাড়ায় কোল জুড়ে এক আসলো রঙীন ফুল, নিরীহ জাতির মুক্তি পথের হয়গো একটি কূল।

পাক শোষণের কঠিন জবাব দিতেন বজ্র সুরে, তাঁর ভাষণেই এক হয়ে সব দেশটাকে জয় করে।

দুঃখের সময় বন্ধু ছিলেন সুখের দিনে নাই, দেশ জুড়িয়া মানব মাঝে শোকের ছায়া তাই।

মুক্ত মনেতে নীলাভ গগনে উড়িতো খোকার ঘুড়ি, ভর দুপুরুতে ডাংগুলি খেলে নাইয়া ফিরিত বাড়ী।

পাখি আজ কাঁদে তোমারে স্মরিয়া হাহাকার করে গ্রাম, রেসকোর্স বুকে পড়েনা চরন বক্ষে নেতার নাম।

—-সমাপ্ত —-