বর্তমান পরিপ্রেক্ষিত

আমি আপনাদের কাছে প্রশাসক নই; মিয়া উকিল হয়েই থাকতে চাই—প্রশাসক অ্যাড. মিয়াজান আলী

By মেহেরপুর নিউজ

December 21, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ ডিসেম্বর:

মেহেরপুর জেলা পরিষদে নব নিযুক্ত জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী বলেছেন, গত ৩ বছরে আপনাদের মুখে হাসি দেখিনি। আগামী ২বছর যাতে আপনাদের মুখে হাসি ফোটে আমি তার ব্যবস্থা করব। তিনি বলেন, এখন থেকে আর কোন গাছ কাটা হবে না। গাছ লাগানো হবে। চাকরি দেব। কোন টাকা নেব না। আমার অর্থের প্রতি কোন লোভ নেই। আমার লোভ একটাই আর তা হলো আপনাদের ভালবাসা পাওয়া। আমি আপনাদের কাছে প্রশাসক নই। মিয়া উকিল

হয়ে থাকতে চাই। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চাই। প্রশাসক অ্যাড. মিয়াজান আলী গতকাল মঙ্গলবার মেহেরপুর জেলা পরিষদের দায়িত্ব বুঝে নেয়ার পর উপস্থিত জনতার উদ্দেশ্যে ভাষনদান কালে ওই কথাগুলো বলেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ মোঃ আসকার আলী, ভাষা সৈনিক ইসমাইল হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মোঃ গোলাম রসুল, গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাইদুজ্জামান খোকন,  সাধারন সম্পাদক এম এ খালেক, জেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান ছোট, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মোজাম্মেল হক, বর্তমান সম্পাদক বারিকুল ইসলাম লিজন প্রমুখ। এদিকে অ্যাড. মিয়াজান আলী এদিন বিকেলে জেলা পরিষদ চত্বরে পৌছালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়ামত আলী ভূঁইয়া তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় জেলা পরিষদের কর্মচারিরা ফুলের পাঁপড়ি ছিটিয়ে নয়া প্রশাসককে বরন করে নেন। বিকেল ৫ টায় আনুষ্ঠানিকভাবে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়ামত আলী ভূঁইয়া অ্যাড.মিয়াজান আলীকে দায়িত্ব বুঝে দেন। অ্যাড.মিয়াজান আলী দায়িত্ব বুঝে নেয়ার পর জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারিদের তাঁকে সহযোগিতা করার আহবান জানান। নয়া প্রশাসক অ্যাড. মিয়াজান আলীর পত্নী লাভলী ইয়াসমিন, পুত্র রাসেল, কন্যা মিথিলা ইয়াসমিন রুমকী ও নিশাত তাসনিন রচনা সেখানে উপস্থিত ছিলেন। এদিকে মঙ্গলবার বিকেলে অ্যাড. মিয়াজান আলী ঢাকা থেকে মেহেরপুর পৌছালে মেহেরপুরবাসী তাঁকে উষ্ণ অভিনন্দন জানান। এসময় মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকা থেকে তাকে ফুলের মালা পড়িয়ে পায়ে হেঁটে ও বাদ্য বাজিয়ে সড়ক পথে তাঁকে জেলা পরিষদ পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এসময় প্রায় এক কিলোমিটার ২ ধারের জনতা  ফুলের পাঁপড়ি ছিটিয়ে তাকে বরন করে নেয়। অ্যাড. মিয়াজান আলী হাত নেড়ে জনতার শুভেচ্ছার জবাব দেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ মোঃ আসকার আলী, ভাষা সৈনিক ইসমাইল হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মোঃ গোলাম রসুল, গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাইদুজ্জামান খোকন,  সাধারন সম্পাদক এম এ খালেক, জেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান ছোট, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মোজাম্মেল হক, বর্তমান সম্পাদক বারিকুল ইসলাম লিজন প্রমুখ তার সাথে  ছিলেন।