জাতীয় ও আন্তর্জাতিক

আমি গর্ববোধ করি মেহেরপুরকে নিয়ে,যেখান থেকে শুরু হয়েছিল মুক্তিযুদ্ধের ঘটনাগুলো—মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা প্রশাসক

By মেহেরপুর নিউজ

May 23, 2018

মেহেরপুর নিউজ, ২৩ মে: মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, আমি গর্ববোধ করি মেহেরপুরকে নিয়ে; যেখান থেকে শুরু হয়েছিল মুক্তিযুদ্ধের ঘটনাগুলো। সেই জেলায় জেলা প্রশাসক হিসেবে আমি যে মনোয়ন পেয়েছি সেজন্য আমি সরকারের কাছে কৃতজ্ঞ। মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলার সুশীল সমাজ ও জনপ্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।  সভায় উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা আওয়ামীলীগ, জেলা জাতীয় পাটি, জেলা মহিলা আওয়ামীলীগ, জেলা যুবলীগ,জনপ্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি এবং ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ। বুধবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন। বক্তব্যে রাখেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: গোলাম রসুল মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ ফরিদ আহাম্মদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সহসভাপতি আব্দুল হালিম, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, উপদেষ্টা এ্যাডভোকেট শাজাহান আলী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কে এম আতাউল হাকিম লালমিয়া, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানাজেলা মহিলা আওয়ামীলীগের সম্পাদিকা ও কেন্দ্রীয় কমিটির সদস্য লাভলী ইয়াসমিন, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটি সদস্য ও মেহেরপুর জেলা পষিদের সদস্য শামীম অারা হীরা, জেলা পরিষদের সদস্য সামিউন বসিরা পলি, তহ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু হানিফ, সম্পাদক অাব্দুস সামাদ, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল, মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক মোজাম্মেল হক এবং সরকারি বালিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী আলিমুজ্জামান। জেলা প্রশাসক বলেন, মেহেরপুর জেলায় অনেক সমস্যা রয়েছে। আমরা সেই সমস্যাকে আপনাদের সাথে সাথে নিয়ে সম্ভাবনায় রূপান্তর করবো।