বর্তমান পরিপ্রেক্ষিত

আম গাছ থেকে পড়ে যুবক আহত

By মেহেরপুর নিউজ

June 14, 2023

মেহেরপুর নিউজঃ

আম পাড়ার সময় আম গাছের ডাল ভেঙে পড়ে স্বাধীন নামের এক যুবক আহত হয়েছে। তাকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত স্বাধীন নিশ্চিন্তপুর গ্রামের লাল চাঁদের ছেলে। জানা গেছে দুপুরের সময় স্বাধীন তাদের একটি আম গাছে উঠে আমপাড়ার সময় হঠাৎ করে আম গাছের ডাল ভেঙে নিচে পড়ে যায়।এ সময় সে মারাত্মক আহত হয়। তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।