আইন-আদালত

আলমপুরে সরকারী জমি খনন করে মাটি বিক্রির অপরাধে ১ জনের জেল জরিমানা

By মেহেরপুর নিউজ

November 26, 2014

শহিদুল ইসলাম, মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ নভেম্বর: মেহেরপুর সদর উপজেলার আলমপুর খড়ের মাঠে সরকারী জমি খনন করে অবৈধভাবে মাটি বিক্রি করার অপরাধে রবিউল নামের ১ ব্যাক্তির ১ মাসের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত রবিউল আলমপুর গ্রামের আরমান আলীর ছেলে। বুধবার দুপুর ১২ টার দিকে সদর উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা তানিয়া ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত বসিয়ে রবিউলের বিরুদ্ধে এ রায় দেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) শাহিনুজ্জামান, কানুনগো আলী আকবর, সার্ভেয়ার শহিদুল ইসলাম, আমঝুপি ইউনিয়ন ভুমি কর্মকর্তা ফজলুর রহমান সেখানে উপস্থিত ছিলেন। আমঝুপি ইউনিয়ন ভুমি কর্মকর্তা ফজলুর রহমান জানান, ড্রেজার মেশিন দিয়ে  সরকারী জমি খনন করছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্কতার নেতৃত্বে সেখানে একটি টিম নিযে অভিযান চালানো হয়। এ সময় তাকে হাতে নাতে আটক করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। সহকারী কমিশনার (ভূমি) শাহিনুজ্জামান জানান, অবৈধভাবে সরকারী জমি খনন করে মাটি কাটার অপরাধে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ৪(খ) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় রবিউলকে ১মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো ২ মাসের জেল দেয়া হয়েছে বলে তিনি জানান।