শিক্ষা ও সংস্কৃতি

আলোকিত সমাজ গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই – – জেলা প্রশাসক

By মেহেরপুর নিউজ

November 19, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ নভেম্বর: মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন বলেন, আলোকিত সমাজ গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। সমাজে অনেক মেধাবী  শিক্ষার্থী আছে যারা অর্থের অভাবে উচ্চ শিক্ষা গ্রহন করতে পারে না। সমাজের বিত্তবান সহ এনজিও প্রতিষ্ঠানগুলোকে তাদের জন্য এগিয়ে আসার আহবান জানান জেলা প্রশাসক। জেলা প্রশাসক বুধবার দুপুরে জাগরনী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এসএসসি এ+ প্রাপ্ত দু:স্থ শিক্ষার্থীদের শিক্ষা অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এ কথা বলেন। জাগরনী চক্র ফাউন্ডেশনের আঞ্চলিক ব্যবস্থাপক তরফদার এনামুল হকের সভাপতিত্বে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা তানিয়া, জেলা শিক্ষা অফিসার আজাহার আলী, উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, জেলা এনজিও সমিতির সভাপতি মোশরারফ হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১৬ জন শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়।