বর্তমান পরিপ্রেক্ষিত

আশরাফপুরে অ্যাড. ইয়ারুল ইসলামের গনসংযোগ ও পথসভা

By মেহেরপুর নিউজ

August 02, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামে গনসংযোগ ও পথসভা করেছেন।

বুধবার বিকালের দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম আশরাফপুর গ্রামে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন। ঝন্টু আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মহসিন আলী, সাদ আহমেদ, ফজলুর রহমান, ইউপি সদস্য রেজাউল করিম প্রমুখ।

এর আগে অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম আশরাফপুর গ্রামে গণসংযোগ করেন। অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম এলাকার তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন। এবং বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান।