বর্তমান পরিপ্রেক্ষিত

আশরাফপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

June 30, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার ইউনিভার্সিটি স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন অব আশরাফপুর এর উদ্যোগে শিক্ষায় উদ্বুদ্ধকরণ অনুষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার বিকালে মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ শিক্ষা উদ্বুদ্ধকরণ অনুষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা প্রস্তুত কমিটির কমিটির আহবায়ক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমদহ ইউনিয়নের চেয়ারম্যান রওশন আলী টোকন,সাবেক চেয়ারম্যান আনারুল ইসলাম, আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহাজ উদ্দিন, সহকারী পুলিশ সুপার ওসমান গনি, উপ-বিভাগীয় প্রকৌশলী খায়রুল বাশার,প্রভাষক ইসমাইল হোসেন।সংবর্ধনা অনুষ্ঠানে আশরাফুল গ্রামের পিএসসি ও এসএসসি পরীক্ষায় এপ্লাস প্রাপ্তসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় চলতি সালে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধিত করা হয়।