মেহেরপুর নিউজ,২৬ মার্চ: মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে ২দিন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় প্রধান শিক্ষক তাজউদ্দীন সেখানে উপস্থিত ছিলেন। পরে আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করেন।
রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিত ও পুরস্কার বিতরণ
মেহেরপুর সদর উপজেলার রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার সকালে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আরশেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রওশন আরা খাতুন, শিক্ষক সমিতির সভাপতি কোমর উদ্দিন, শ্যামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইশবল হোসেন, সহকারী শিক্ষক ফরিদা পারভিন, আবু সাঈদ, হাবিবুল্লাহ, মোনিয়া খাতুন প্রমুখ।