কৃষি সমাচার

আশা-নিরাশার মধ্য দিয়েই মেহেরপুরে কৃষকের ধান কাটা শুরু

By মেহেরপুর নিউজ

April 23, 2021

মেহেরপুর নিউজ :

আশা-নিরাশার মধ্য দিয়েই মেহেরপুরের কৃষকরা তাদের পাকা আধাপাকা বোরো ধান কাটতে শুরু করেছেন।

বাম্পার ফলনের আশায় মেহেরপুরের কৃষককুল চলতি মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ১৫০ হেক্টর বেশি জমিতে বোরো ধানের চাষ করেছিল। চলতি বোরো মৌসুমে মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ১৮ হাজার ৯৫০ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা ধার্য করেছিল।

চাষিরা অধিক লাভের আশায় এবং বাম্পারফলনের লক্ষ্যে নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করে মেহেরপুর জেলায় ১৯ হাজার ১শ হেক্টর জমিতে বোরো ধানের চাষ করেছিল। ধান রোপন করার পর থেকে চাষিরা তাদের রোপণকৃত ধানে যত্নের কোনো অবহেলা করেননি। ধানের শীষ বেরোনোর পর থেকে হঠাৎ করে মেহেরপুর জেলায় বিভিন্ন এলাকায় বোরো ধানে হিট স্ট্রোক রোগে আক্রান্ত হয়ে মাঠের পর মাঠ ধান চিটা হতে শুরু করে। চাষীরা তাদের ধানের এই অবস্থা দেখে অনেক চাষিদের মাথায় বজ্রপাত হানার উপক্রম হয়ে পড়ে।

বর্তমানে মেহেরপুর জেলার ধান পাকতে শুরু করেছে, অনেক জমিতেই শুধুমাত্র শুকনো শাীষ দাঁড়িয়ে রয়েছে। এমনিতেই বোরো ধানে হিটস্ট্রোক রোগ, অপরদিকে ঝড় বৃষ্টির আশঙ্কায় চাষিরা কাঁচাপাকা, অর্ধ পাকা ধান কাটতে শুরু করেছেন।

শুক্রবার সকালের দিকে মেহেরপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে চাষীরা তাদের পাকা আধাপাকা ধান কেটে ফেলছে। অন্যান্যবার মেহেরপুর জেলা ধানের বাম্পার ফলন হলেও চলতি মৌসুমে ফলন কম এর পাশাপাশি হিট স্ট্রোক রোগের কারণে ধান চাষীদের মাথায় হাত ওঠার উপক্রম হয়েছে।