বর্তমান পরিপ্রেক্ষিত

আষাঢ় মাসও মেহেরপুরে কাঙ্খিত বৃষ্টি নেই

By মেহেরপুর নিউজ

July 12, 2023

মেহেরপুর নিউজ:

আষাঢ় মাস। বর্ষার পূর্ণ মৌসুম। তারপরও মেহেরপুরে কাঙ্খিত বৃষ্টি নেই। একটা সময় ছিল যখন আষার মাস শুরু হওয়ার সাথে সাথেই মেঘে প্রচুর বৃষ্টিপাত হতো। মাঠ ঘাট পানিতে থৈ থৈ করত।

কালের বিবর্তনে সেই বৃষ্টি আর গ্রামগঞ্জের মাঠঘাট পানিতে থৈ থৈ করতে দেখা যায় না। চলতি বর্ষার মৌসুমে এখন পর্যন্ত কাঙ্খিত বৃষ্টি দেখা মেলেনি। তারপরেও বুধবার দুপুরের দিকে হঠাৎ করে এক পশলা বৃষ্টি, ক্ষণিকের জন্য হলেও মেহেরপুরের বিভিন্ন এলাকায় রাস্তার উপর পানি জমে যায়।আর এই সুযোগে একদল হংসরাজ (রাজহাস) রাস্তার উপর জমে থাকা পানিতে জলকেলিতে মেতে ওঠে। বুধবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া ব্রিজের পশ্চিম পাশে সড়কে এই দৃশ্যটি ক্যামেরা বন্দি করা হয়।