কৃষি সমাচার

আষাঢ়ের বৃষ্টি নেই ॥ গাছে কদম ফুলও নেই

By মেহেরপুর নিউজ

June 18, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম(১৮ জুন) নিউজ ডেস্ক:

জলবায়ু পরিবর্তনের ছোয়া লেেেগছে প্রকৃতিতে। প্রকৃতির নিয়মে বর্ষকাল শুরু হলেও আষাঢ়ে মেহেরপুরের আকাশে বৃষ্টির দেখা নেই । গাছে গাছে কদম ফুলও ফোটেনি । আষাঢ়ের প্রথম দিকে গাছে গাছে কদম ফুল ফুটবে এবং অঝোর ধারায় বৃষ্টি হবে এটাই ছিল প্রকৃতির নিয়ম । কিন্তু গত কয়েক বছর যাবৎ প্রকৃতি যেন তার মনোভাব পাল্টে ফেলেছে ।কৃষি বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনের ফলে এমনটি হচ্ছে। এদিকে আষাড় শুরু হলেও ক্ষেতে জমেনি এক বিন্দু পানি। তাই বলে চাষীরা চুপচাপ ঘরে বসে নেই । জমিতে চাষ দেয়া থেকে শুরু করে আমন ধান লাগানোর জন্য আষাঢ় মাসেও শ্যালো  মেশিনে জমিতে সেচ দিয়ে ধান লাগানোর কাজে ব্যস্ত। এসব চিক্রই ফুটে উঠছে আমাদের ক্ষেত খামারে।