বর্তমান পরিপ্রেক্ষিত

আসন্ন দুর্গোৎসব ঘিরে গ্রাম পুলিশদের দিকনির্দেশনা দিলেন ইউএনও

By Meherpur News

September 23, 2025

মেহেরপুর নিউজঃ

আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশদের দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ দিকনির্দেশনা সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ খায়রুল ইসলাম পুলিশদের উদ্দেশে বলেন, অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে হবে। দুর্গোৎসব চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তায় সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান তিনি।