মেহেরপুর নিউজঃ
আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশদের দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ দিকনির্দেশনা সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ খায়রুল ইসলাম পুলিশদের উদ্দেশে বলেন, অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে হবে। দুর্গোৎসব চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তায় সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান তিনি।