বর্তমান পরিপ্রেক্ষিত

আহত ফুটবলার সামিয়া খাতুনের বাসায় চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম

By মেহেরপুর নিউজ

August 03, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা পর্যায়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে আহত সদর উপজেলার হান্নানগন্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলোয়াড় সামিয়া খাতুনের বর্তমান অবস্থা দেখতে তার বাসায় যান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম তার বাসায় গিয়ে সামিয়ার স্বাস্থ্যের প্রতি খোঁজ খবর নেন। এ সময় অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম তাকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন। গত ২৬ জুলাই মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মেহেরপুর সদর উপজেলা পর্যায়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা চলাকালে সামিয়া আহত হয়। সামিয়া সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামের আসকার আলীর মেয়ে।