বিশেষ প্রতিবেদন

আহা আজি এ বসন্তে,কত ফুল ফোটে…………..

By মেহেরপুর নিউজ

February 13, 2013

সাঈদ হোসেন,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ ফেব্রুয়ারী:

ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত” পাতা ঝরার মর্মর শব্দ আর রুক্ষ শীতের অবসান ঘটিয়ে আনন্দ বার্তা নিয়ে উপস্থিত হয়েছে ঋতুরাজ বসন্ত। নব পল্ববে সাজতে শুরু করেছে প্রকৃতি। ঝরাপাতার বিবর্ণতা থেকে আবার নতুন নতুন পাতায় ফুরফুরে হয়ে ওঠে গাছপালা। সবুজের রঙের আবীরে ছেয়ে যায় চারপাশ।

চারিদিকে লাল আর হলুদ ফুলের সমারোহ। রক্ত পলাশ, শিমুল, কাঞ্চন, মাধবী, গামারী, পারিজাত প্রভৃতি ফুলের সৌন্দর্য প্রকৃতিকে যেমন ঐশ্বর্যম-িত করে  তোলে তেমনি মানুষের চিত্তে দেয় উষ্ম দোলা। গোলাপ, গাঁদা, ডালিয়া ফুল আর ভ্রমরের গুঞ্জনে যৌবন ফিরে পায় পুষ্পকানন।

ফুলের সৌরভ আর অপরূপ রূপ প্রেমিক মনকে করে তোলে উদাসী। এই উদাসী মনকে প্রশান্তি দিতে মধুর কণ্ঠে অবিরাম গান শোনায় কোকিল।

ফালগুন ও চৈত্র এই দুই মাস বসন্তকাল। বসন্ত শুধু উৎসব আমেজে ভরিয়ে দিতে আসেনা, আসে নানান উৎসবে মেতে রাখতে। এসময় আবহাওয়া থাকে নাতিশীতোষ্ণ। যে কোন সাংস্কৃতিক অনুষ্ঠান বা বনভোজনের জন্য বসন্ত উপভোগ্য। বিভিন্ন ফুলের দোকান ঘুরে দেখা গেছে নানান সাজে সজ্জিত করে সাজানো হয়েছে বিভিন্ন বর্ণিল ফুলের তোড়া।