ইতিহাস ও ঐতিহ্য

আড়ম্ভর ছাড়াই মেহেরপুরে নববর্ষ পালন

By মেহেরপুর নিউজ

April 15, 2021

মেহেরপুর নিউজ:

কোনরকম আড়ম্ভর ছাড়াই মেহেরপুর এবার ঘরে বসেই বাংলা নববর্ষ পালন করা হয়েছে মেহেরপুরে। অন্যান্য বছরগুলোতে নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ পালন করা হতো। করোনা ভাইরাসের কারণে এবার সেই অনুষ্ঠান আগে থেকে বন্ধ করা হয়েছে।

যে কারণে আড়ম্বরের পরিবর্তে এবার ভিন্ন আঙ্গিকে মানুষ ঘরে বসেই পহেলা বৈশাখ পালন করছে। যদিও পবিত্র রমজান মাস শুরু হয়েছে, তারপরেও ঘরে বসে পহেলা বৈশাখের শাড়ি,ছেলেরা পাঞ্জাবি পরে নিজ নিজ বাড়িতে অবস্থান করছে।

মহিলাদের পাশাপাশি অনেক বাড়িতে শিশুরাও পহেলা বৈশাখের নতুন শাড়ি পরে পহেলা বৈশাখের দিনটিকে স্মরণ করছে। বাংলা বর্ষবরণ এবার আরম্ভর ছিলনা, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মকে বাংলা বর্ষবরন সম্পর্কে জানান দিতে শিশুদেরকে বর্ষবরণের শাড়ি কাপড় পরিয়ে নিজ বাড়ির আঙ্গিনায় ঘোরাফেরা করতে দেখা গেছে।