বর্তমান পরিপ্রেক্ষিত

আয়োব হোসেন এক যুগ বাগোয়নের ইউপি চেয়ারম্যান

By মেহেরপুর নিউজ

July 20, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়োব হোসেনের চেয়ারম্যান হিসেবে এক যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার দুপুরের দিকে বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্যদের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আয়োব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, মুজিবনগর থানার ওসি মেহেদি রাসেল, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন, মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান আমাম হোসেন মিলু প্রমুখ। এর আগে সেখানে কেক কাটা হয়। এবং পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।