আইন-আদালত

আ.লীগ প্রার্থীর এজেন্টের ৫ হাজার টাকা জরিমানা, ৫ মোটর সাইকেল জব্দ

By মেহেরপুর নিউজ

May 07, 2016

মেহেরপুর নিউজ, ০৭ মে: মেহেরপুরের গাংনী উপজেলার তেতুঁলবাড়িয়া ইউনিয়নের পলাশিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক অন্ধ ব্যাক্তির সাথে প্রতারণা করে পছন্দের প্রতিকে সিল মারার অপরাধে শরিফুল ইসলাম নামের এক আ.লীগ প্রার্থীর এজেন্টের ৫ হাজার টাকা জরিমনা করেছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট। শনিবার সকাল ১০টার দিকে ওই ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: শাহীনুজ্জামান এ আদেশ দেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহীনুজ্জামান বলেন, একজন অন্ধ ব্যাক্তি ওই যুবককে ধানের শীষে সিল মেরে দিতে বলেন। কিন্তু শরিফুল ইসলাম ধানের শীষে সিল না মেরে নৌকা প্রতিকে সিল মেরে অন্ধ ব্যাক্তির সাথে প্রতারণা করেন। ওই অপরাধে তার ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে, নির্বাচন চলাকালে একই উপজেলার ধানখোলা ইউনিয়নে মোটরসাইকেল চালানোর অপরাধে ৫টি মোটর সাইকেল জব্দ করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট শুভ্রা দাস। তিনি বলেন, আইন ভঙ্গকরায় তাদের মোটরসাইকেল জব্দ কর হয়েছে।  ভোট গ্রহণ শেষে ফেরত দেয়া হবে।