নির্বাচন

আ.লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয় পুড়িয়েছে দূর্বৃত্তরা

By মেহেরপুর নিউজ

April 21, 2017

মেহেরপুর নিউজ,২১ এপ্রিল: মেহেরপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত মেয়র প্রার্থী জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমানর রিটনের তিনটি নির্বাচনী কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত আনুমানিক তিনটার পর কে বা কারা এ আগুন লাগানোর ঘটনা ঘটিয়েছে। শহরের ১ নম্বর ওয়ার্ডের কাশারি পাড়া, ২ নম্বর ওয়ার্ডের হালদারপাড়া ও মালো পাড়ায় ওই নির্বাচনী কার্যালয়গুলি করা হয়েছিল। খোজ নিয়ে জানা গেছে, একটি কার্যালয়ের দুটি চেয়ার, একটির টেবিলের কাপড় এবং অপরটির পাল পুড়িয়ে দেওয়া হয়েছে। আওয়ামীলীগ প্রার্থী মাহাফুজুর রাহমার রিটন জানান, নির্বাচনী প্রচরনা শেষে দলের কর্মীরা রাত সাড়ে ১২টার দিকে নিজ নিজ বাড়ি ফিরে যায়। সকালে অফিস গিয়ে তারা আগুন দিয়ে পোড়ানো দেখতে পান। এ বিষয়ে রির্টানিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হবে বলে তিনি জানিয়েছেন। জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, এবিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী বরেন, মৌখিকভাবে দুটি অফিসে আগুন লাগানোর কথা বলা হয়েছে। তবে এবিষয়ে কোন মামলা বা অভিযোগ দাখিল করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ জড়িদের আটক করা হবে।