মুজিবনগর প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেহেরপুরের মুজিবনগর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়া শেষ হয়েছে।উপজেলার ৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২০ জন, ১২ টি সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪৩ জন এবং ৩৬ টি সাধারণ সদস্য পদে ১৪৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। রবিবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।
মুজিবনগর উপজেলার ৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২০ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪৩ জন এবং সাধারণ সদস্য পদে ১৪৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।
মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত রেজাউর রহমান নান্নু, স্বতন্ত্র প্রার্থী মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান আমাম হোসেন মিলু, মিসকিন আলী এবং তোফাজ্জেল হোসেন চঞ্চল চেয়ারম্যান পদে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন এবং সাধারণ সদস্য পদে ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মোনাখালি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত রফিকুল ইসলাম গাইন, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ, সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম মোল্লা ও মাহবুবুর রহমান ডাবলু এবং উপজেলা জামায়াত এর আমির খানজাহান আলী, চেয়ারম্যান পদে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮ জন এবং সাধারণ সদস্য পদে ৪০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। দারিয়াপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত মুস্তাকিম হক খোকন কমান্ডার , স্বতন্ত্র প্রার্থী মুজিবনগর উপজেলা যুবলীগের সাবেক সহ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান তৌফিকুল বারী বকুল, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন নাবুল, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এ এম মাহাবুব আলম রবি, আবুল কাশেম এবং মনজুরুল হক, চেয়ারম্যান তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন এবং সাধারণ সদস্য পদে ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাগোয়ান ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত কুতুব উদ্দীন মল্লিক, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান আয়ুব হোসেন,ইউনিয়ন আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক শায়েস্তা খান,বর্তমান জেলা পরিষদ সদস্য শাহিন উদ্দিন এবং জিল্লুর রহমান, চেয়ারম্যান পদে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন এবং সাধারণ সদস্য পদে ৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।