বর্তমান পরিপ্রেক্ষিত

ইজিবাইক ছিনতাই করতেই এ হত্যাকাণ্ড ; অতিরিক্ত পুলিশ সুপার

By মেহেরপুর নিউজ

June 12, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর শহরের প্রাণকেন্দ্রে হোটেল এজাজে আব্দুর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পল্লব কুমার বিশ্বাস এবং রাজু শেখ নামের দুই ব্যক্তিক গ্রেফতার করার পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আটক দুই ব্যক্তির ব্যাপারে বিস্তারিত জানানো হয়েছে।

সোমবার দুপুরের দিকে মেহেরপুর সদর থানা প্রাঙ্গণ সংবাদ সম্মেলন করা হয় । অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। তিনি বলেন, মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল আলমের দিকনির্দেশনায় আব্দুর রহমানের গলাকাটা লাশ উদ্ধার করার পর সোমবার সকাল ৬ টার দিকে ডিজিটাল তথ্য প্রযুক্তি সহযোগিতায় ঝিনেদার কালীগঞ্জ উপজেলার হরিদেবপুর গ্রামে অভিযান চালিয়ে দীনবন্ধু বিশ্বাসের ছেলে পল্লব কুমার বিশ্বাসকে গ্রেফতার করা হয়। ওই সময় তার নিকট থেকে নিহত আব্দুর রহমানের মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় পল্লব কুমার বিশ্বাসের স্বীকারোক্তি অনুযায়ী হরিদেবপুর গ্রামের মজ্জেদ আলী শেখের ছেলে রাজু শেখকে সকাল ৬টা ৪০ মিনিটে গ্রেপ্তার করা হয়। এবং তার কাছ থেকে আব্দুর রহমানের ইজিবাইক উদ্ধার করা হয়। ইজিবাইক ছিনতাই করার উদ্দেশ্যে মূলত আব্দুর রহমানকে খুন করা হয়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন জানান, হত্যাকাণ্ডের ঘটনায় এজাজ হোটেলের মালিক মনিরুল ইসলাম ঝন্টুকে এজাহারভুক্ত আসামি হিসেবে আটক করা হয়। তিনি বলেন, হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার আগের দিন পল্লব কুমার বিশ্বাস এবং রাজু হোটেল এজাজে অবস্থান গ্রহণ করেন। এবং পরদিন আব্দুর রহমানের ইজিবাইক ভাড়া করে নিয়ে ইজিবাইক ছিনতাই করার উদ্দেশ্যে হোটেল কক্ষে রেখে খুন করা হয়। এবং পরবর্তীতে হোটেল কক্ষের বাইরে থেকে তালা লাগিয়ে ইজি বাইক নিয়ে পালিয়ে যায়। হত্যার সঙ্গে জড়িত অপর আসামিদের খুব দ্রুত আটক করা হবে বলে পুলিশ কর্মকর্তা জানান।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলাম, ডিবি’র ওসি সাইফুল ইসলাম সহ পুলিশও ডিবি’র সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য রবিবার বিকালে মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় এজাজ নামের একটি আবাসিক হোটেল থেকে আব্দুর রহমান (৫৫)’র গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।