শিক্ষা ও সংস্কৃতি

ইবতেদায়ীতে আমঝুপি আলিম মাদ্রাসা মেহেরপুর জেলায় প্রথম

By মেহেরপুর নিউজ

April 21, 2016

মেহেরপুর নিউজ,২১ এপ্রিল: বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধিনে ২০১৫ সালে অনুষ্ঠিত ইবতেদায়ী শিক্ষা সমাপনি পরীক্ষায় মেহেরপুর সদর উপজলার আমঝুপি আলিম মাদ্রাসা বৃত্তি প্রাপ্তর দিক থেকে মেহেরপুর জেলায় প্রথম স্থান অর্জন করেছে। আমঝুপি আলিম মাদরাসা থেকে এবার মোট ১৮ জন বৃত্তি পেয়েছে। এর মধ্যে ৭ জন ট্যালেন্টপুলে এবং ১১

জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। আমঝুপি আলিম মাদরাসা থেকে ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্তরা হলো ফজলে রাব্বী, রাশেদ মিনহাজ, মাহামুদুল হাসান, মারিয়া খাতুন, সাদিয়া আফরিন, ইলমি খাতুন ও সুমাইয়া আক্তার। সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্তরা হলো আহযাবুল আলম, মিকাইল হোসেন, আবু হুরাইরা, তরিকুল ইসলাম, জুবাইদা খাতুন, মুনিয়া আক্তার, আতিকা আক্তার, শাম্মি আক্তার, মনিরা খাতুন, রশিদা খাতুন ও সুমাইয়া আক্তার এদিকে আমঝুপি আলিম মাদরাসা থেকে এবার মোট ১৮ জন বৃত্তি পেয়ে জেলায় প্রথম হওয়ায় মাদরাসা অধ্যক্ষ মোঃ মাহবুব উল আলমসহ মাদরাসার শিক্ষকরা তাদের অভিন্দন জানিয়েছেন।