সারাদেশ

ইবিতে ‘বঙ্গবন্ধু কর্ণার’ উদ্বোধন

By মেহেরপুর নিউজ

March 18, 2018

ডেস্ক রিপোর্ট, ১৮ মার্চ:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’কে নিয়ে অধিক গবেষণার লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্ণার’ উদ্বোধন করা হয়েছে। জাতীয় শিশু দিবস ২০১৮ ও বঙ্গবন্ধু’র ৯৯তম জন্মদিন উপলক্ষে শনিবার বিশ্ববিদ্যালয়ের বাদশাহ ফাহদ বিন আব্দুল আজিজ কেন্দ্রীয় গ্রন্থাগারে এ কর্নারের উদ্বোধন করা হয়। ইবি ভিসি প্রফেসর ড. মো. হারুন-উর-রশিদ আসকারী প্রধান অতিথি হিসেবে এ কর্নারের উদ্বোধন করেন। ভারপ্রাপ্ত গ্রন্থগারিক মু. আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু কর্ণার’ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মো. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো. সেলিম তোহা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ প্রমূখ।বাসস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিসি রাশিদ আসকারী বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকবৃন্দ যাতে বঙ্গবন্ধু’কে নিয়ে অধিক গবেষণা করতে পারে সেজন্য এ বঙ্গবন্ধু কর্ণার চালু করা হয়েছে। এটি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ক্ষেত্রে বঙ্গবন্ধুর চেতনাকে গভীরভাবে সঞ্চারিত করবে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর চেতনাকে চিরস্থায়ী করতে বঙ্গবন্ধু’কে নিয়ে অধ্যয়ন ও গবেষণার বিকল্প নেই।” উল্লেখ্য, বঙ্গবন্ধু’কে নিয়ে লেখা বিভিন্ন লেখকের ৩০৮টি বই এ কর্ণারে স্থান পেয়েছে। যেখানে বিশ্ববিদ্যালয়ের ভিসি রাশিদ আসকারী প্রায় ১শ বই দিয়ে কনণারকে সমৃদ্ধ করেছেন।