বর্তমান পরিপ্রেক্ষিত

ইমপেক্ট জীবন মেলা হেলথ সেন্টারে অর্থপেডিক সার্জারি ক্যাম্প অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

November 03, 2022

মেহেরপুর নিউজ:

ইম্প্যাক ফাউন্ডেশন বাংলাদেশ ও পেডিয়াট্রিক অর্থোপেডিক সোসাইটি অফ বাংলাদেশের উদ্যোগে মুগুর পা, বিকলাঙ্গ ও স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না এমন রোগীদের নিয়ে ইমপেক্ট জীবন মেলা হেলথ সেন্টারে ৩ দিনব্যাপী অর্থপেডিক সার্জারি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

তিন দিনের হেলথ ক্যাম্পে ৭ জন বিশেষজ্ঞ সার্জন এ সকল রোগীদের অপারেশন করছেন। রোগীদের ফিজিওথেরাপি, প্লাস্টার, বিভিন্ন প্রকার সহায়ক সামগ্রী ও সার্জারির মাধ্যমে চিকিৎসা দেওয়া হবে যাতে করে তারা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে। ইম্প্যাক ফাউন্ডেশন বাংলাদেশ মেহেরপুর প্রোগ্রামের প্রশাসক শফিকুল ইসলামের তত্ত্বাবধানে ডাঃ কাউসার হাবিব রাব্বির নেতৃত্বে ৭ জন বিশেষজ্ঞ ডাক্তার এই কর্ম কার্যক্রম পরিচালনা করছেন।

বিশেষজ্ঞ চিকিৎসকগন হলেন সিআরপির কনসাল্টেন্ট শিশু অর্থপেডিক বিশেষজ্ঞ, ডাঃ কায়েসুর রাব্বী,ময়মনসিংহ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (অর্থ সার্জারি) ডঃ মলয় কুমার রায়,কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (অর্থ সার্জারি)ডাঃ মোঃ মাহফুজুর রহমান বাদল, ইনডোর মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ আসিফ, ডঃ মুহাম্মদ রুবায়াত তাসফিন এবং ডাক্তার এ কে এম শাহজাহান।