শিক্ষা ও সংস্কৃতি

ইম্প্যাক্ট ফাউন্ডেশান মেহেরপুরের উদ্যোগে শিশুদের মধ্যে জুতা বিতরন

By মেহেরপুর নিউজ

October 28, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ অক্টোবর :

বে-সরকারি উন্নয়ন সংস্থা ইম্প্যাক্ট ফাউন্ডেশান বাংলাদেশ মেহেরপুর শাখার উদ্যোগে  বৃহস্পতিবার মেহেরপুরের গাংনী উপজেলা থানাপাড়া রেজিঃ বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩শ’ ৩৫ জন হত দরিদ্র কোমলমতি শিশুদের মধ্যে জুতা বিতরন করা হয়। ইম্প্যাক্ট জীবন মেলা হেল্থ সেন্টার মেহেরপুরের পরিচালক ডা. সফিউল কবিরের সভাপতিত্বে জুতা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এহসানুল হক, আমেরিকান নাগরিক এএলটিএসও কর্মসূচী পরিচালক এ জে ওয়ারকো, আমেরিকান টমার্স সুজের বিপনন পরিচালক জসুয়া সিলসি, আমেরিকান সাংবাদিক নিনা ক্যাথরিন। অনুষ্ঠানে আমেরিকান টামর্স সুজ কোম্পানির পক্ষ থেকে ওই বিদ্যালয়ের ৩শ’ ৩৫ জন শিক্ষার্থীর মধ্যে  বিনা মূল্যে জুতা বিতরন করা হয়।

মেহেরপুর সরকারি মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত মেহেরপুর সরকারি মহিলা কলেজের উদ্যোগে  বৃহস্পতিবার মহিলা কলেজ প্রাঙ্গনে কলেজের একাদশ শ্রেণীর নবীন ছাত্রীদের বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজ শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক প্রভাষক বিলকিস আরা সিদ্দিকার সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহসান আলী। বক্তব্য রাখেন প্রভাষক ড. গাজী রহমান, খসরু ইসলাম, দ্বাদশ শ্রেণীর ছাত্র মেফতাহুন জান্নাত মিম, রাশমনি খানম, একাদশ শ্রেনীর ছাত্রী মালিহা সুলতানা আইভী প্রমুখ। এর আগে দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা একাদশ শ্রেণীর ছাত্রীদের মুখে মিষ্টি ও হাতে রজনী গন্ধার স্টিক তুলে দিয়ে এবং ফুলের পাঁপড়ি ছিটিয়ে বরণ করে নেয়। পরে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগীত, নৃত্য ও অভিনয় করেন কলেজ ছাত্রী আঁচল, মিতা, জলি, বর্ণ, মৌমিতা, মৌ পাল, অন্যান্যা বাগচি, শশী, তানহা, স্বর্ণা, শিলা, নওরিন নিশি, টুম্পা, তিথি, রোজি, বৃষ্টি, চাঁদনী প্রমুখ।