মেহেরপুর নিউজ:
ইসকন মেহেরপুর শাখার উদ্যোগ রথ যাত্রার আয়োজন করা হয়। মঙ্গলবার বিকালের দিকে রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস মেহেরপুর শ্রী শ্রী হরিভক্তি প্রদায়িনী পূজা মন্দিরে রথ যাত্রার উদ্বোধন করেন। পরে রথযাত্রাটি মেহেরপুর শ্রী শ্রী হরিভক্তি প্রদায়িনী পূজা মন্দির থেকে শুরু করে শহরের বড় বাজার ৪ রাস্তার মোড় ঘুরে প্রধান সড়ক হয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সামনে থেকে ঘুরে মেহেরপুর শ্রী শ্রী হরিভক্তি প্রদায়িনী পূজা মন্দিরে গিয়ে রথযাত্রা শেষ হয়। রথযাত্রা অন্যদের মধ্যে ইসকন মেহেরপুর শাখার সুমোহন মুকুন্দ দাস ব্রহ্মচারী, কিশোর কুমার পাত্র,জিতেন্দ্র নাথ বিশ্বাস, তপন দত্ত, সুজন দাস,বলরাম দাস,রমেশ শিকদারসহ শত শত ভক্ত রথযাত্রা অংশগ্রহণ করেন।