বর্তমান পরিপ্রেক্ষিত

ঈদকে সামনে রেখে মেহেরপুর হাটে পশুর আমদানি বেশী।। ক্রেতা নেই

By মেহেরপুর নিউজ

November 02, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ নভেম্বর:

ঈদকে সামনে রেখে মেহেরপুরে কুরবানির পশু হাটে পর্যাপ্ত গরু উঠলেও ক্রেতার সংখ্যা খুবই কম। পশু হাটে এ বছর পশুর দাম কম হলেও এখনও পর্যন্ত ক্রেতারা ছুটছেন পশু কিনতে বাড়িতে বাড়িতে। জানা গেছে, ঈদকে সামনে রেখে মেহেরপুর জেলার গরুর হাট মেহেরপুর পৌর পশুহাট, গাংনী ও বামুন্দি পশুহাট এবং মেহেরপুর সদর উপজেলার আমঝুপি, বারাদি ও মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ ছাগলের হাটসহ জেলার কয়েকটি স্থানে বিক্রির জন্য বিপুল পরিমান গরু-ছাগল উঠছে। তবে দীর্ঘ সময় হাটে পশু থাকলেও ক্রেতার দেখা মিলছে খুবই কম। এমন মন্তব্য করেছেন পশু বিক্রেতারা। মেহেরপুর পৌরপশু হাট ঘুরে দেখা যায়,  এবছর পশুর দাম গত বছরের তুলনায় কম। এ বছর  মঙ্গলবার পর্যন্ত মেহেরপুর পৌর পশুহাটে যে সব গরু উঠে তাদের মধ্যে সর্বোচ্চ দাম ৫২ হাজার টাকা ও সর্ব নিন্ম দাম ২৫ হাজার টাকা ছিল। অন্যান্য বছরের তুলনায় হাটে বিক্রির জন্য প্রচুর পরিমানে গরু উঠেছে। তবে ক্রেতা পরিমান খুবই কম। মেহেরপুরে গো-খাদ্যের যেমন অভাব; তেমনি গো-খাদ্যের দামও খুব বেশী। তাই মেহেরপুরের অনেক ক্রেতা বলেছেন, কুরবানী দেওয়ার জন্য পশু কেনার ইচ্ছে থাকলেও অগ্রীম পশু কিনে বাড়িতে পালা খুবই কষ্টকর। ঈদের আগে আগেই পশু কিনে জবাই দেয়া তারা যথাযথ মনে করছেন। আবার অনেকে বাড়ি বাড়ি গিয়ে গরু কিনে ওই বাড়িতে রেখে আসছেন কুরবানির আগের দিন নেয়ার কথা বলে। তবে পশু হাটের অনেক পশু বিক্রেতা জানিয়েছেন, শুক্রবারসহ ঈদের আগে বিশেষ হাটে হাটে আসা অধিকাংশ গরু বিক্রি হয়ে যাবে।