বিনোদন

ঈদের দিন ফোয়ারা গেটে দর্শকদের উপচেপড়া ভীড়

By মেহেরপুর নিউজ

October 06, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ অক্টোবর: পবিত্র ঈদুল আযাহার দিনে মেহেরপুর পৌর সভা, মেহেরপুর ঈদগাহ মাঠ এবং নবনির্মিত  ফোয়ারা গেটে দর্শনাথীদের  উপচেপড়া ভিড় লেগেছে। সারা দিনের ক্লান্তি ছাড়িয়ে বিকালের পর থেকে রাত পর্যন্ত আবাল বৃদ্ধ বনিতারা বিশেষ করে পৌর সভার উদ্যোগে নির্মিত পৌর ঈদগাহর প্রবেশদ্বারে ফোয়ারা গেট দেখার জন্য মেহেরপুর শহর ছাড়িয়ে বিভিন্ন গ্রাম থেকে মানুষের ঢল নামে। সন্ধ্যার পর ভিড়ের মাত্রা অতিরিক্ত আকার ধারন করে। গেটের দুপাশে কৃত্রিম বাঘ হরিন মানুষের  দৃষ্টি কাড়ছে। ফোয়ারা গেটের পাশাপাশি ঈদগাহ মাটে বর্ণিল ফোয়ারা এবং পৌরসভার কদম ফোয়ারা  সঙ্গে নতুন সংযোজন কৃত্রিম বাঘ, হরিন, এবং কুমির দেখতে মানুষের অতিরিক্ত ভিড় লেগে যায়। তিনটি স্থানে দর্শনাথীদের ভীরের মাত্রা এতটায় বেশী যে শেষ পর্যন্ত ঐ সড়ক গুলেতে যান চলা চল বন্ধ করে দিতে হয়।