বর্তমান পরিপ্রেক্ষিত

উজলপুর মাধ্যমিক বিদ্যালয় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

September 05, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার উজলপুর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় উজলপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে উজলপুর মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সভা অনুষ্ঠিত হয়। উজলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নূরতাজুল ইসলাম। বক্তব্য রাখেন সরকারি প্রধান শিক্ষক উম্মে আসমা বিশ্বাস, সহকারী শিক্ষক রবিউল ইসলাম ফারুক, মশিউর রহমান প্রমুখ। পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।