জাতীয় ও আন্তর্জাতিক

উপজেলা নির্বাচনে অংশ নেয়া না নেয়া কোন দলের নিজস্ব ব্যাপার – – প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

By মেহেরপুর নিউজ

February 08, 2019

মেহেরপুর নিউজ, ০৮ ফেব্রুয়ারি: জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেছেন, উপজেলা নির্বাচনে অংশ নেয়া না নেয়া কোন দলের নিজস্ব ব্যাপার। জাতী আশা করছে একাদশ জাতীয় সংস্দ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনেও সকল দল অংশ গ্রহণ করবে। আজ শুক্রবার বিকালে মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামে ভৈরব নদের কিনারে মেহেরপুর থানা এলাকা থেকে চকশ্যামনগর পর্যন্ত ওয়াকওয়ে সড়ক নির্মান কাজের নামফলক উদ্বোধন কালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ফরহাদ হোসেন আরো বলেন, দশম জাতীয় সংসদে ভৈরব খননের প্রয়োজনীয়তা দাবি করে সংসদে তুলে ধরলে প্রায় ৭৩ কোটি টাকা বরাদ্দে মেহেরপুরের ২৯ কিলোমিটার ভৈরব নদ পুন:খনন করা হয়। যার ফলে এলাকা জীব বৈচিত্র্য সুন্দর রয়েছে এবং এই নদী থেকে প্রচুর মাছ পাওয়া যাচ্ছে। নদীর পাশ দিয়ে ওয়াকওয়ে করার ফলে মূল সড়কের পাশাপাশি বাইপাস হিসেবে এটি ব্যবহার করা যাবে এবং মানুষজন পায়ে হেটে বিনোদন উপভোগ করতে পারবেন।

জেলা প্রশাসক মো: আতাউল গনির সভাপতিত্বে ওয়াকওয়ে সড়ক নির্মান উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবুল বিশ্বাস, আমদহ ইউনিয়নের চেয়ারম্যান আনারুল ইসলাম। এর আগে প্রতিমন্ত্রী ওয়াকওয়ে সড়ক নির্মান কাজের নামফলক উদ্বোধন করেন এবং মোনাজাত করেন।