অন্যান্য

উপরে উড়বে পতাকা…. নিচে সাজবে মেয়েরা… হবে লাল সবুজেল বর্ণিল মিলন মেলা

By মেহেরপুর নিউজ

March 13, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৩ মার্চ: উপরে উড়বে পতাকা…. নিচে সাজবে মেয়েরা… হবে লাল সবুজের বর্ণিল মিলন মেলা। সমবেত কন্ঠে গেয়ে উঠবে আমার সোনার বাংলা, আমি তোমায়া ভালবাসি….। লাল সবুজের পতাকার আদলে তৈরি পোশাক পড়ে ২৬ মে মার্চ মহান স্বাধীনতা দিবসে জাতীয় সঙ্গীত পরিবেশন করবে ৮০ জন ছাত্রী। মেহেরপুর পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ মতুর প্রচেষ্টায় তৈরি করা হচ্ছে লাল সবুজের ৮০ সেট পোশাক। পোশাকে থাকছে গাড় সবুজ রংয়ের কামিজের উপর লাল রং এর কোটি এবং লাল সালোয়ার । মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৮০ জন ছাত্রী প্রশিক্ষন নিচ্ছে এ কর্মযজ্ঞকে পরিপুর্ন করতে। প্যারেড প্রশিক্ষক ও মেহেরপুর নিউজের সিনিয়র রিপোর্টার  মিজানুর রহমানের নিবিড় পরিচর্যায় আগামী দু’একদিনে মধ্যে মেহেরপুর ষ্টেডিয়াম মাঠে জাতীয় সঙ্গীতের আনুষ্ঠানিক মহড়া শুরু হবে।বিশিষ্ট সঙ্গীত শিল্পি শাফিনাজ আরা ইরানি, তবলাবাদক ওস্তাদ শামিম জাহাঙ্গীর ও আল মামুন অনল এতে সহযোগীতা দান করবেন। আগামী ২৬ মার্চ সকালে মেহেরপুর ষ্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটির সুচনা করা হবে। ওই সময় বর্নিল ওই পোশাক পড়ে মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা সমবেত সুরে জাতীয় সঙ্গীত পরিবেশন করবে। পরে বেলা ১১ টায় একই মাঠে সারাদেশের সঙ্গে তালমিলিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে। অনুষ্ঠানে মেহেরপুর নিউজ.কম  মিডিয়া পার্টনার হিসেবে  কাজ করবে।