মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দিক নির্দেশনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়েছে। সোমবার সকালে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্প মাল্য অর্পণের মধ্যে দিয়ে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠান মালা শুরু হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিঞা, খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুর রশিদ, অতিরিক্ত ডিআইজি মইনুল হক বিপিএম, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম। এর আগে শেখ হাসিনা মঞ্চের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জাতীয় সংগীতের সুর জাতীয় পতাকা উত্তোলন করেন।
এসময় বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, বিজিবি, আনছার বিএনসিসি গার্ল গাইডস সদস্যরা মনোজ্ঞ কুজকাওয়াজ প্রদর্শন করে।পরে সেখানে বাংলাদেশ আনছার বাহিনী অর্কেস্টা দলের গীতিনাট্য জল, মাটি ও মানুষ প্রদর্শন করা হয়। যেখানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস এবং পর্যায়ক্রমে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়িয়েছে তা অভিনয়ের মাধ্যমে তুলে ধরেন আনছার আর্কেস্টা দলের শিল্পিরা।
স্বাগত বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে, ১৫ আগস্ট জাতির পিতার পরিবারের সদস্যবৃন্দ, জাতীয় চার নেতা এবং মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধা ও নির্যাতিত মা-বোনদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন। তিনি বীর মুক্তিযোদ্ধা সহ মেহেরপুরবাসী ও দেশের সকল মানুষকে মুজিবনগর দিবসের শুভেচ্ছা জানান। তিনি জাতির পিতার আজন্ম লালিত স্বপ্নের সুখী সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মানে প্রধানমন্ত্রীর ঘোষিত ২০৪১ সালের উন্নত সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ অর্জনের সকলের সহযোগিতা কামনা করেন। একই সাথে দিবসটি সুষ্ঠুভাবে বাস্তবায়নে সহযোগিতা করায় সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।