শিক্ষা ও সংস্কৃতি

এইচ এস সি পরীক্ষায় মেহেরপুর জেলায় পাশের হার শতকরা ৬৫.৭৫ ভাগ।। জিপিএ ৫ শীর্ষে রয়েছে মেহেরপুর সরকারি মহিলা কলেজ

By মেহেরপুর নিউজ

July 19, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ জুলাই: সারাদেশের ন্যায়  মেহেরপুর জেলায় এইচ এস সি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। মেহেরপুর জেলায় এবার শতকরা ৬৫.৭৫ ভাগ পরীক্ষার্থী পাশ করেছে। এবছর মেহেরপুর জেলা থেকে মোট ৬৯ জন জিপিএ-৫ পেয়েছে। চলতি সালে অনুষ্ঠিত এইচ এস সি পরীক্ষায় মোট ২ হাজার ৬শ’ ৯৮ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১ হাজার ৭শ’ ৭৪ জন পাশ করেছে। মেহেরপুর সদর উপজেলা থেকে এবার মোট পরীক্ষা দিয়েছিল ১ হাজার ৩শ ৯৬ জন। এর মধ্যে পাশ করেছে ৯শ’ ৪৮ জন। সদর উপজেলায় পাশের হার ৬৭.৯০ ভাগ। মেহেরপুর সদর উপজেলা থেকে ৫৪ জন জিপিএ-৫ পেয়েছে। মুজিবনগর উপজেলা থেকে মোট পরীক্ষা দিয়েছিল ৩শ’ ৯৯ জন। এর মধ্যে পাশ করেছে ২শ’ ৬২ জন। এই উপজেলায় পাশের হার ৬৫.৬৬ ভাগ। মুজিবনগর থেকে ৪ জন জিপিএ-৫ পেয়েছে। অপর দিকে গাংনী উপজেলা থেকে মোট ৯শ ৩ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ৫শ ৬৪ জন।  মেহেরপুর সরকারি মহিলা কলেজ এবার সর্বাধিক জিপিএ-৫ পেয়ে রেকর্ড করেছে। মেহেরপুর জেলায় যাদুখালি স্কুল এন্ড কলেজ থেকে মোট পরীক্ষা দিয়েছিল ১শ ৫৯ জন, ৬ জন জিপিএ-৫সহ পাশ করেছে ১শ ১৬ জন। পাশের হার ৭২.৯৬ ভাগ। মেহেরপুর সরকারি মহিলা কলেজ থেকে ৪শ ৮২ জন পরীক্ষা দিয়ে ২৩ জন জিপিএ-৫সহ ৩শ ৪৬ জন পাশ করেছে। পাশের হার ৭১.৭৮ ভাগ। মেহেরপুর পৌর কলেজ থেকে ৩শ ৭৮ জন পরীক্ষা দিয়ে ১৫ জন জিপিএ-৫সহ ২শ ৬৫ জন পাশ করেছে। পাশের হার ৭০.১১ ভাগ। মেহেরপুর সরকারি কলেজ থেকে ২শ ৫২ জন পরীক্ষা ১০ জন জিপিএ-৫সহ ১শ ৫১ জন পাশ করেছে। পাশের হার ৬৯.৯০ ভাগ। মহাজনপুর কলেজ থেকে ৭৫ জন পরীক্ষা দিয়ে ৫৫ জন পাশ করেছে। পাশের হার ৭৩.৩৩ ভাগ। মুজিবনগর ডিগ্রি কলেজ থেকে ৩শ ২৪ জন পরীক্ষা দিয়ে ৪ জন জিপিএ-৫সহ ২শ ৭জন পাশ করেছে। পাশের হার ৬৩.৮৯ ভাগ। এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত আলীম পরীক্ষায় মেহেরপুর জেলা থেকে ১শ’ ২২ জন পরীক্ষা দিয়ে ৩টি মাদ্রাসায় শতভাগ পাশ করাসহ মেহেরপুর জেলায় শতকরা ৯৪.২৬ ভাগ পাশ করেছে। মোট ৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে মেহেরপুর দারুল উলুম আহমদিয়া মাদ্রাসা থেকে ৪০ জনের মধ্যে ৪ জন জিপিএ-৫সহ শতভাগ, মুজিবনগরের মানিকনগর ডিএস মাদ্রাসা থেকে ৯ জন, গাংনী মাদ্রাসা থেকে ১৮ জন পরীক্ষা দিয়ে শতভাগ পাশ করেছে। একই সাথে আমঝুপী দাখিল মাদ্রাসা থেকে ২০ জনের মধ্যে এক জন জিপিএ-৫সহ ১৫ জন এবং গাংনী উপজেলার হাড়াভাঙ্গা মাদ্রাসা থেকে ৩৫ জনের মধ্যে ৪ জন জিপিএ-৫সহ ৩৩ জন পাশ করেছে।