করোনাভাইরাস

এই দুর্দিনে মেহেরপুর পৌরসভার কেউ অনাহারে থাকবে না -মেয়র মেহেরপুর পৌরসভা

By মেহেরপুর নিউজ

April 24, 2020

মেহেরপুর নিউজ;  

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে মেহেরপুর পৌরসভার উদ্যোগে খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে।

করোনাভাইরাস সারাবিশ্বে মহামারি আকার ধারণ করেছে। বাংলাদেশেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দিন দিন বেড়েই চলেছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দূর করার জন্য ২৫ এপ্রিল পর্যন্ত সকল ব্যবসা বাণিজ্য, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সহ সকল কিছু বন্ধ ঘোষণা করেছেন সরকার। এতে অসুবিধায় পড়েছে খেটে খাওয়া দিনমজুরেরা।

আর এসকল দিনমজুরদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন মেহেরপুর পৌরসভা। শুক্রবার বিকাল থেকে রাত পর্যন্ত মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন এর উদ্যোগে অসহায় দরিদ্র মানুষের মাঝে খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মেহেরপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড হাট পাড়া, গোরস্তানপাড়া এলাকার ৩শ পরিবারকে বাড়ি বাড়ি খাবার সামগ্রী পৌঁছে দিয়েছেন। এসময় মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন আমার পৌর এলাকায় কেউ না খেয়ে অনাহারে থাকবে না মেহেরপুর পৌরসভা সকল অসহায় মানুষের পাশে থাকবে সবসময়।